২০২৩ সালে মুক্তি পাওয়া পাঠান সিনেমাতে অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম এর মত নামকরা অভিনেতা ও অভিনেত্রী। তাদের পারিশ্রমিক দেয়া হল।
Pathaan সিনেমায় সকল অভিনেতা ও অভিনেত্রীর পারিশ্রমিক
অভিনেতা অভিনেত্রীর নাম | পারিশ্রমিক |
শাহরুখ খান | ১০০ কোটি রুপি |
দীপিকা পাড়ুকোন | ১৫ কোটি রুপি |
সালমান খান (কেমিও) | কোন পারিশ্রমিক নেননি |
জন আব্রাহাম | ২০ কোটি রুপি |
একতা কৌল | ৯০ লক্ষ রুপি |
হৃত্বিক রোশন | ২ কোটি রুপি |
মানসী ট্যাক্সক | ৮০ লক্ষ রুপি |
ডিম্পল কাপাডিয়া | ২ কোটি রুপি |
মনীশ ওয়াধওয়া | ৭০ লক্ষ রুপি |
আশুতোষ রানা | ৩.২ কোটি রুপি |
সিদ্ধার্থ আনন্দ (ডিরেক্টর) | ৬ কোটি রুপি |