বন্ধুকে মহান একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা জানাতে ব্যবহার করুন আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ক্যাপশন (21st February Wishes in Bangla 2024)।
একনজরে
মহান একুশে ফেব্রুয়ারির স্ট্যাটাস, শুভেচ্ছা, উক্তি ও ক্যাপশন
মহান একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা
ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা… মাতৃভাষার প্রতি অশেষ শ্রদ্ধা
মুক্ত বাংলা যুক্ত করো, সোনার বাংলা ধন্য করো, যুক্ত করা মোদের আশা, বাংলা ভাষা প্রানের ভাষা ।
এই একুশে ফেব্রুয়ারির গান যখন শুনি তখন মনে হয় সেই শহীদ ভাই ও বোনেরা আমাদের সাথে আছেন । রক্তে লেখা বাংলা আমার তোমাদের ছাড়া হতো না স্বাধীন আমার এই দেশ।
মায়ের কাছে ফেরা হয়নি ওঁদের! বরকত, সালাম, রফিক, জাব্বার, সালাহউদ্দীন সহ অগুনিত ছাত্র জনতা কোনদিন ফিরে যায় নি মায়ের কোলে ।
ভাষা শহীদের দল, তাদের দানে আজকে আমরা স্বাধীন ভাবে বাংলা বলি । সেই সোনাদের ত্যাগের কথা কেমন করে ভুলি ।
February Amar Bhai ar, February Amar Maayer,Eakusay February. Ami ki Volita Pa…ri!
একবার ঘুরে দেখো না দেশটি ছেড়ে যেতে ইচ্ছে করবে না।
ধন্য হয়েছি এই দেশের মাটিতে জন্ম নিয়ে, যে মাটিতে মিশে আছে লাখ বীর সন্তানের রক্ত।
সবাই আসে ওদের আশায় ওরা আসে না তো ফিরে।
রক্ত তোদের যায়নি বৃথা দেখবি বলে আয়
আরও পড়ুনঃ পহেলা ফাল্গুনের শুভেচ্ছা
![Happy February 21st](https://allsimilar.com/wp-content/uploads/2024/02/Happy-February-21st-300x169.webp)
২১ শে ফেব্রুয়ারির শুভেচ্ছা
গর্ভে বুকটা ভরে যায় , তাদের জন্য – যারা জীবন করেছে দান ভাষার জন্য ।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাইকে জানাই ২১ শে ফেব্রুয়ারির শুভেচ্ছা
বাংলা ভাষায় কাঁদি হাসি স্বপ্ন দেখে চলি।
“একুশে ফেব্রুয়ারি আমাদের জাতিসত্তার মেরুদণ্ড।” – কাজী নজরুল ইসলাম
“আমার ভাষা আমার জীবন, আমার ভাষা আমার অস্তিত্ব।” – শহীদ সালাম
বাংলার দামাল মুক্তি সেনারা অকাতরে প্রাণ দিয়ে ছিনিয়ে এনেছে প্রিয় স্বাধীনতা।
“ভাষার জন্য প্রাণ দিতে যে জাতি জানে, সে জাতি কখনো পরাধীন থাকে না।” – শহীদ রফিক
ভাষা শহীদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ।
আমাদের বাংলা বর্ণমালা বড়ই দুঃখিনী। কত কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বাংলা বর্ণমালা আজ বিশ্বদরবারে সমাদৃত, স্বীকৃত।
“জীবন দিয়ে যে ভাষা রক্ষা করা হয়, সে ভাষা অমর।” – শহীদ বরকত
রফিক, সালাম, বরকত, আরো হাজার বীর সন্তান, করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান , যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে অম্লান, ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রান
![21st February](https://allsimilar.com/wp-content/uploads/2024/02/21st-February-300x169.webp)
২১ শে ফেব্রুয়ারির উক্তি
এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না
রফিক, সালাম, বরকত, আরও হাজার বীর সন্তান, করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান। যাদের রক্তে রাঙানো একুশে ওরা যে অম্লান, ধন্য আমার মাতৃভাষা ধন্য তাঁদের প্রান।
মনে পড়ে ৫২ এর কথা, মনে পড়ে একুশে ফেব্রুয়ারির কথা, যখন হারিয়েছি আমার ভাইদের, দিয়েছি রক্ত ভাষার জন্য।
ভালোবাসার মাঝে কষ্ট আছে, ভালো থাকার মাঝে শান্তি আছে, দূরে থাকার মাঝে টান আছে, মনে রাখার মাঝে সান্ত্বনা আছে, তাই মনে রেখো… ২১… ফেব্রুয়ারী ।
যে ভাষার জন্য আমরা এতো হুন্নে , যে ভাষার জন্য এত রক্তপাত, যে ভাষা আমাদের করেছে মহান, সেই ভাষা শহীদ দের কে কি ভুলতে পারি … ?
বাংলাদেশের সোনার ছেলে ভাষা শহিদ দের দল। জীবন দিয়ে এনে দিল বাংলা ভাষার ফল তাদের দানে আজকে মোরা স্বাধীন ভাবে বাংলা বলি। সেই সোনাদের ত্যাগের কথা কেমন করে ভুলি।
মুক্ত বাংলা যুক্ত কর, সোনার বাংলা ধন্য কর, মুক্ত বাংলা সবার আছে। যুক্ত করা মোদের আশা, বাংলা ভাষা পরানের ভাষা।
যারা বাংলা ভাষাকে রক্ষার জন্য জীবন দিলেন, তাদের জানাই হাজার সালাম, আমার প্রাণের ২১ শে ফেব্রুয়ারি।
তাদের জন্য পেয়েছি আজ মোদের বাংলা ভাষা স্বাধীন ভাবে পথ চলে যাই মিটাই মনের আশা রক্তভেজা তাদের সৃতি আজও মনে পরে।
মাতৃভাষাই আমাদের প্রথম ভালোবাসা।
আরও পড়ুনঃ পহেলা ফাল্গুনের শুভেচ্ছা
![Quotes of 21st February](https://allsimilar.com/wp-content/uploads/2024/02/Quotes-of-21st-February-300x169.webp)
২১ শে ফেব্রুয়ারির স্ট্যাটাস
আমাদের শৈশবের ভাষা, যে শব্দগুলো আমরা রাখি।
রক্তে কেনা বাংলা আমার লাখো শহীদদের দান, তবুও কেন বন্ধু আমার বিদেশের প্রতি টান…
যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে অম্লান, ধন্য আমার মাতৃভাষা ধন্য ওদের পরান।
যদি এই ভাষাটা না থাকত তবে এত কাব্য এত কবিতা কে লিখত।
মনে পড়ে ১৯৫২ এর কথা, মনে পড়ে একুশে ফেব্রুয়ারী এর কথা, যখন হারিয়েছি আমার ভাইদের, দিয়েছি রক্ত ভাষার জন্য ।
যদি এই ভাষাটা না থকত তবে ভালোবাসি এই মিষ্টি কথাটা কে বলত।
ফেব্রুয়ারী আমার ভাইয়ের, ফেব্রুয়ারী আমার মায়ের, একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি ?
মোদের গর্ব মোদের আশা আহা মরি বাংলা ভাষা। একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা।
ও মা কেমন করে ভুলি বল ২১শে ফেব্রুয়ারী? আমার পরানে আজও তাদের সুর বাজে।
যখন হারিয়েছি ভাইদের, দিয়েছে রক্ত ভাষার জন্যে।
বুকের তাজা রক্তে যারা লিখে ছিল বাংলা ভাষা। ২১শে ফেব্রুয়ারী প্রভাতে ফুল দিয়ে ও মা পুরন হবে কি তাদের আশা।
![Status on 21st February](https://allsimilar.com/wp-content/uploads/2024/02/Status-on-21st-February-300x169.webp)
২১ শে ফেব্রুয়ারির ছন্দ
মায়ের ভাষার কথা বলা মানুষের সহজাত প্রবৃত্তি। মাতৃভাষা মহান আল্লাহর দান।
যদি এই ভাষাটা না থাকত তবে মাকে এত মধুর সুরে কে ডাকত।
কারো দানে পাওয়া নয়, রক্ত দিয়ে কেনা এই বাংলা ভাষা।
এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, আমরা আমাদের ভাষাকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার করি।
কোনো ভাষা হারিয়ে গেলে আমি সর্বদা দুঃখিত কারণ ভাষাগুলি জাতির বংশধর- স্যামুয়েল জনসন
আপনি যত বেশি ভাষা স্বীকার করবেন, তত বেশি আপনি মানুষ। – টমাস গ্যারিগু মাসারিক
ভাষা জোয়ারের উপর চাঁদের মতো লুকানো শক্তি প্রয়োগ করে। – রিটা মে ব্রাউন
“বাংলা ভাষা বিশ্বের অন্যতম সুন্দর এবং সমৃদ্ধ ভাষা, যার সমৃদ্ধ সাহিত্য ঐতিহ্য এবং একটি অনন্য সাংস্কৃতিক পরিচয় রয়েছে” – শেখ মুজিবুর রহমান
মনে পড়ে ৫২ এর কথা , মনে পড়ে একুশে ফেব্রুয়ারির কথা, যখন হারিয়েছি আমার ভাইদের, দিয়েছি রক্ত ভাষার জন্য।…আসাদ চৌধুরী
“বাংলা শুধু একটি ভাষা নয়, এটি একটি জীবনধারা”- কাজী নজরুল ইসলাম
দোয়ারে বসে মা আবার ধান ভাঙ্গে, বিন্নি ধানের খৈ ভাজে, খোকা তার কখন আসে কখন আসে।
আরও পড়ুনঃ পহেলা ফাল্গুনের শুভেচ্ছা
![Rhythm of 21st February](https://allsimilar.com/wp-content/uploads/2024/02/Rhythm-of-21st-February-300x169.webp)
২১ শে ফেব্রুয়ারির কবিতা
“বাংলা আবেগ ও আত্মার ভাষা, এটি মানুষের হৃদয় স্পর্শ করতে পারে যা অন্য কোনও ভাষা করতে পারে না” – সত্যজিৎ রায়
‘বাংলা ভাষা আমাদের সাংস্কৃতিক পরিচয়ের ভিত্তি এবং এটি সংরক্ষণ ও প্রচার করা আমাদের দায়িত্ব – শেখ হাসিনা
You can never understand one language until you understand at least two. – Geoffrey Willans
“বাংলা ভাষা একটি জীবন্ত সত্তা যা আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সাথে সংযুক্ত করে” – শঙ্খ ঘোষ
For us Indians, I don’t think English can ever exude that magic of emotions that our mother tongue can –Kailash Kher
“বাংলা ভাষা বাঙালি সংস্কৃতির আত্মা এবং এটি আমাদের জনগণের অনন্য পরিচয়ের প্রতীক” – আবুল কালাম আজাদ
This universe can very well be expressed in words and syllables which are not those of one’s mother tongue. – Tahar Ben Jelloun
“বাংলা ভাষা আমাদের জনগণের কণ্ঠস্বর, আমাদের হৃদয়ের সুর এবং আমাদের আত্মার ছন্দ” – মৈত্রেয়ী দেবী।
A different language is a different vision of life. – Federico Fellini
জান দিয়েছে দেয়নি তবু বাংলা ভাষার মান। নির্ভয়ে তাই গাইতে পারি এমন ভাষার গান।
মুক্ত বাংলা যুক্ত কর, সোনার বাংলা ধন্য কর, মুক্ত বাংলা সবার আছে।
![Poem of 21st February](https://allsimilar.com/wp-content/uploads/2024/02/Poem-of-21st-February-300x169.webp)
২১ শে ফেব্রুয়ারির মেসেজ
তাইতো তোমাকে বলি দেশকে এসো ভালবাসি, বাংলা ভাষায় কাঁদি হাসি স্বপ্ন দেখে চলি।
মায়ের ভাষায় কথা বলাবার অধিকার আদায়ে , মাতৃ ভাষার মর্যাদা রক্ষায় ওঁরা জীবন দিয়েছিলো ২১ ফেবরুয়ারী ১৯৫২ তে !
নাম না জানা অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকে কথা বলতে পারছি নিজের মায়ের ভাষায় এর থেকে গর্বের আর কোন কিছু থাকে না।
৫২ এর ভাষা আন্দোলন না হলে ৭১ এর মুক্তিযুদ্ধ হতো না! মুক্তি যুদ্ধ না হলে বাঙ্গালী জাতি ধীরে ধীরে তার অস্তিত্ব হারাতো । আজ এ কথা ভেবে গৌরব বোধ করি।
আমাদের বাংলা বর্ণমালা বড়ই দুঃখিনী। কত কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বাংলা বর্ণমালা আজ বিশ্বদরবারে সমাদৃত, স্বীকৃত।
আসুন আমরা একত্রিত হয়ে একটি দুর্দান্ত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গড়ে তুলতে আমাদের মাতৃভাষার প্রতি প্রাপ্য সম্মান এবং মনোযোগ দেই।
আজ ২১শে ফেব্রুয়ারী প্রথম প্রহরে তাই শ্রদ্ধা জানাই সকল শহীদের প্রতি ! বাঙ্গালী জাতি তোমাদের কোনদিন ভুলবনা !!
জান দিয়েছে দেয়নি তবু বাংলা ভাষার মান। নির্ভয়ে তাই গাইতে পারি এমন ভাষার গান।
রাজপথ রাঙ্গা করেছে তাদের মাঝে আছে তারা, থাকবে হৃদয় জুড়ে তাদের জন্য পেয়েছি আজ মোদের বাংলা ভাষায়
আরও পড়ুনঃ পহেলা ফাল্গুনের শুভেচ্ছা
![February 21 message](https://allsimilar.com/wp-content/uploads/2024/02/February-21-message-300x169.webp)
২১ শে ফেব্রুয়ারির ক্যাপশন
যুগ যুগ ধরে ভাষা শহীদরা রয়ে যাবে বাঙালির মনে তাই এই দিনটিতে সবাইকে জানাই একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি!
রক্ত দিয়ে কেনা আমার বর্ণমালা।
এই একুশে ফেব্রুয়ারির দিনে লক্ষ কোটি ভাই ও বোনের রক্তের বিনিময়ে এই সোনার বাংলাকে আমরা পেয়েছি। তাই এই স্মরণীয় দিনটি কখনো ভুলার নয়।
যতকাল রবে এই বাংলা রয়ে যাবে সকল ভাষা শহীদদের স্মরণ।
এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না
বেঁচে থাকুক ভাষা শহীদরা সকল বাঙ্গালীর মনে। সবাইকে একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা।
২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সবাই কে জনাই শুভেচ্ছা।
প্রান টা জুড়িয়ে যায় – যখন শুনি গ্রাম বাংলার গান । কি মধুর বাংলা গানের শুর । মন ভরে যায়, যখন প্রান খুলে কথা বলি মায়ের ভাষায়
আজ আমরা বাংলা বলতে পারি শুধুমাত্র ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে, তাই আমরা তাদের ভুলবো না।
যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে মহান, ধন্য আমার মাতৃ ভাষা ধন্য তাদের প্রান ।
ফেব্রুয়ারী ফেব্রুয়ারী বাংলা ভাষার মাস, বাংলা আমার মাতৃভাষা মেটাই মনে আঁশ ।
![21st February Caption](https://allsimilar.com/wp-content/uploads/2024/02/21st-February-Caption-300x169.webp)